thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিজয়ের ৫০ বছরে বর্ণাঢ্য কুচকাওয়াজ

২০২১ ডিসেম্বর ১৬ ১৮:০২:৪৬
বিজয়ের ৫০ বছরে বর্ণাঢ্য কুচকাওয়াজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ (বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর) সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বর্ণাঢ্য এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি খোলা জিপে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন।

কুচকাওয়াজে অংশ নেয় মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা। এতে সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরা হয়।

এই প্রথম ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সদস্যরা বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও ভারতের রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দও কুচকাওয়াজ উপভোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন মিশনের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর