thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

২০২১ ডিসেম্বর ১৭ ১০:৩৮:৪৬
বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।

এছাড়াও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরক্টের মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলীসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। একই উপলক্ষ্যে বুধবার (১৫ ডিসেম্বর) ব্যাংকের জোন অফিসসমূহ এবং সব শাখা ও উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর