thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন বাড়ল মুমিনুলদের

২০২১ ডিসেম্বর ১৭ ১৫:৪৬:৫৭
নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন বাড়ল মুমিনুলদের

দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে এসেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ দল। ৯ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট খেলেই আবার নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে মধ্যরাতে।

বৈশ্বিক আসর এবং টানা দুটি সিরিজের জন্য টাইগারদের লম্বা সময় ধরে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। নিউজিল্যান্ড সফর গিয়ে সাত দিনের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের তিন দিনের মাথায় জানা যায় কোভিড পজিটিভ হয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলের বেশ কয়েকজন কোয়ারেন্টাইন মুক্ত হয়ে নেমেছিলেন অনুশীলনে। কিন্তু দলের একজন কোভিড শনাক্ত হওয়ায় আবারও সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল কোয়ারেন্টিনের মেয়াদ।

এই সময়ে মাঠে গিয়ে কোনো ধরনের অনুশীলন, আউটিং এবং জিম করতে পারবে না বাংলাদেশ দল। এমনটা জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল।

“আমাদের অনুশীলন কয়েকদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এই নির্দেশনা এসেছে। আমাদের আরেকটি কোভিড টেস্ট বাকি রয়েছে। তিনটা টেস্ট করেছি। কোয়ারেন্টিনের ৯ম দিনে আরেকটি পরীক্ষায় সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাব। আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ছিল। সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। এটাও আসলে ১০ দিনের। ৭ দিন এমআইকিউয়ের অধীনে, বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হত। এখন এই ৩ দিনও হয়ত এমআইকিউয়ের অধীনেই থাকতে হবে। ”

এদিকে কোভিড আক্রান্ত রঙ্গনা হেরাথকে রাখা হয়েছে কোভিড সেন্টারে। নাফিস ইকবাল জানিয়েছেন, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন টাইগারদের স্পিন কোচ।

“হেরাথ ভালো আছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের টিম নিয়মিত যোগাযোগ করছে। সুজন ভাই আছেন, আমি আছি। আশা করছি শীঘ্রই তাকে আমাদের সাথে পাব।”

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বে ওভালে জানুয়ারির ১ তারিখ থেকে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৯ জানুয়ারি থেকে হ্যাগলি ওভালে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর