thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

‘প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তির বিকল্প নেই’

২০২১ ডিসেম্বর ১৮ ২০:৫৫:৪৩
‘প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তির বিকল্প নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক: যথাযথ প্রশিক্ষণ পেলে বাংলাদেশের অভিবাসীরা অর্থনীতিতে আরো বড় অবদান রাখতে পারবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ করে তুলতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ অভিবাসনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিবাসনে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহীদের প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক শ্রমবাজারের উপযুক্ত দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে।

বিমান ভাড়া নিয়ে হয়রানি প্রসঙ্গে ড. মোমেন বলেছেন, বিমানের ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখেরও বেশি হয়েছে; এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সহনীয় পর্যায়ে আনতে এরইমধ্যে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি।

একইসঙ্গে, প্রধানমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বলেছেন, জানান পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‌‘আগেও প্রস্তাব করেছি, আবার করতে চাই- ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছে।’

তিনি আরো বলেন, যেসব মন্ত্রণালয় এসব দিবসের সঙ্গে জড়িত, তাদের বিশেষ অনুরোধ করব যেন ৩০ ডিসেম্বর প্রতি বছর প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এতে দেশের সুযোগ-সুবিধা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দায়িত্ব নিলে কাজটি ত্বরান্বিত হবে।

ড. মোমেন বলেন, বিদেশে বর্তমান শ্রমবাজারগুলো সংরক্ষণ ও সম্প্রসারণ, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং সর্বোপরি অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মন্ত্রী বলেন, অভিবাসীদের কল্যাণ এবং করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে বৈদেশিক কর্মসংস্থান খাতকে স্থিতিশীল রাখা এবং পুনরায় বেগবান করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বদ্ধ পরিকর হয়ে নিরলসভাবে কাজ করতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর