thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে: আইএমএফ

২০২১ ডিসেম্বর ১৯ ১৩:০৪:০৫
চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে: আইএমএফ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

রোববার সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ বলেন, 'আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে।

তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।

তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৯ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর