thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

২০২১ ডিসেম্বর ২০ ১০:১৩:৫০
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য আজ সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মুরাদপুর, শ্যামপুর, জুরাইন এবং পোস্তগোলা সেনানিবাস এলাকায় সকল শ্রেণি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আশপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর