thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ভারতের ছত্তিশগড়ে নির্বাচনে ভোট পড়েছে ৬৭ শতাংশ

২০১৩ নভেম্বর ১১ ২১:১৩:৩৪
ভারতের ছত্তিশগড়ে নির্বাচনে ভোট পড়েছে ৬৭ শতাংশ

দিরিপোর্ট২৪ ডেস্ক: ভারতের নকশাল অধ্যুষিত ছত্তিশগড়ের ১৮টি আসনে প্রথম দফার নির্বাচনে ৬৭ শতাংশ ভোট পড়েছে। তবে সেখানে নকশালদের হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে। এর আগে নকশালরা আজকের এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ শেষে দক্ষিণ ছত্তিশগড় থেকে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের উপর নকশাল সদস্যরা হামলা চালায়। এ সময় ওই পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া বিভিন্ন স্থান থেকে দশ কেজি পাইপ বোমাসহ দশটির বেশি বোমা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নকশাল সদস্যদের পরিচালিত এক বোমা হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে।



তবে কানকার জেলার ‘অতি-স্পর্শকাতর’ দুইটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্ভব হয়নি। দুর্গাপুর এবং সিতরামের ওই দুইটি কেন্দ্রে নকশালদের বাধার মুখে নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌছাতে পারেনি। এসময় দূর্গাপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইএমভি) লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। অন্যদিকে নকশালদের হুমকির কারণে কানকার জেলার দুইটি ভোটকেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কোন্দাগাও জেলার বালিগা ভোটকেন্দ্রের নির্বাচনি কর্মর্তা রাজেন্দ্র মহাপাত্র সকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় এবং এর পরপরই সেখানে আরেকজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে নকশাল অধ্যুষিত বাস্তার এবং রাজনন্দগাও-র ১৩টি আসনে ভোটগ্রহণ বিকাল ৩টায় শেষ হয়। অন্যদিকে রাজনন্দগাওয়ের অপর ৫টি আসনে ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হয়।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর