thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অভিজিৎ হত্যা : মেজর জিয়াকে ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

২০২১ ডিসেম্বর ২১ ০৮:৩৫:৪৫
অভিজিৎ হত্যা : মেজর জিয়াকে ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকায় কয়েক বছর আগে সন্ত্রাসীদের হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের কেউ ধরিয়ে দিলে তাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেবে আমেরিকা৷ সোমবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে৷

যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ প্রোগ্রামের আওতায় অভিজিৎ রায়ের খুনিদের সম্পর্কে তথ্য পেতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ এই প্রথম বাংলাদেশে সংগঠিত কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্তদের তথ্য পেতে এরকম উদ্যোগ নিলো পশ্চিমা দেশটি৷

স্টেট ডিপার্টমেন্টেরর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘২৬ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে৷’’

‘‘বাংলাদেশের একটি আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে উক্ত হামলায় তাদের ভূমিকার জন্য৷ এই আসামীদের মধ্যে দু'জন সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল এবং তারা এখনও পলাতক রয়েছেন,’’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে৷

এতে আরো লেখা হয়েছে, ‘‘হক, হোসেন বা হামলার সাথে জড়িত অন্য কারো সম্পর্কে আপনার নিকট কোনো তথ্য থাকলে, নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার তথ্য আমাদের নিকট প্রেরণ করুন৷ সেক্ষেত্রে আপনিও পুরস্কার পেতে পারেন৷’’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর