thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ম্যারাডোনার বাড়ি, গাড়ি কিনতে চাইছেন না কেউ

২০২১ ডিসেম্বর ২১ ১৫:৩৩:৫৯
ম্যারাডোনার বাড়ি, গাড়ি কিনতে চাইছেন না কেউ

দ্য রিপোর্ট ডেস্ক: দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত জিনিস কেনার লোক পাওয়া যাচ্ছে না। প্রায় ৯০টি জিনিস নিলাম করার ভার পড়েছিল এক সংস্থার উপর। রবিবার অবধি নিলামের দিন ঠিক থাকলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে। একাধিক দামী জিনিস বিক্রি না হওয়ায় দিন বাড়াতে বাধ্য হল সংস্থা।

নিলামে সব থেকে বেশি দাম উঠেছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি শিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার টাকা। কিন্তু মারাদোনা তার মা, বাবাকে বুয়েনাস আইরেসে যে বাড়িটি দিয়েছিলেন সেই বাড়িটি কেনার জন্য কাউকে পাওয়া যায়নি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল প্রায় ৬৮ কোটি ৬৫ হাজার টাকা। ম্যারাডোনার দুটো বিএমডব্লিউ গাড়িও অবিক্রিত।

তিন ঘণ্টা ধরে চলা নিলামে আসে ১৯ লক্ষ ৬৬ হাজার ৩০০ টাকা। অবিক্রিত থেকে যায় ১ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের জিনিস। নেটমাধ্যমে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সেই জন্যই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।

ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকায়। ম্যারাডোনার নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর