thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাপনের সঙ্গে কথা বলে দায়িত্ব ছাড়তে চান আকরাম খান

২০২১ ডিসেম্বর ২১ ১৭:৫৮:১৭
পাপনের সঙ্গে কথা বলে দায়িত্ব ছাড়তে চান আকরাম খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান দায়িত্ব ছাড়ছেন। হুট করেই আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে জানান এমনটা। যদিও তিনি বলেছেন, পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আকরাম খান।

এরপর থেকে আকরাম খান কিছু বলেননি গণমাধ্যমের সঙ্গে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাসার নিচে গণমাধ্যম কর্মীরা ভিড় জমান আকরাম খানের প্রতিক্রিয়া জানতে।

গণমাধ্যমকে জানালেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে পারিবারিক কারণে দায়িত্ব ছাড়তে চান। এর আগে আগে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে।

“এটা একটা পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। ৮ বছর ধরে আমি এই পদে আছি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চুড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।”

নাজমুল হাসান পাপন যদি পুনরায় দায়িত্ব পালন করতে বলেন এমন প্রশ্নে আকরাম খান জানান, এটা আসলে উনার সঙ্গে আলাপ করেই বলতে পারব।

এর আগে সোমবার সাবিনা আকরাম জানিয়েছিলেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিক ভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের (মিডিয়া) ’কে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর