thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ফুটবলার পাচার!

২০১৩ নভেম্বর ১১ ২১:১৫:৩৪
ফুটবলার পাচার!

দিরিপোর্ট২৪ ডেস্ক : আফ্রিকার অনেক দেশের দরিদ্র কিশোরদের একমাত্র সঙ্গী ফুটবল৷ মাঠে-ঘাটে, বস্তির মধ্যে, সমুদ্রতটে ফুটবল খেলে তারা৷ অনেকেরই সুঠাম শরীর, দারুণ স্ট্যামিনা৷ আফ্রিকান বংশোদ্ভূত ইটালিয়ান ফুটবল তারকা মারিও বাল্লোতেলি বা অ্যাঞ্জেলো অগবনা তাদের অনেকেরই আদর্শ৷ সামুয়েল ইতো বা দিদিয়ের দ্রগবার ভক্তসংখ্যাও কম নয়৷ ফুটবলের প্রতি এই অদম্য ভালোবাসার সুযোগ নিয়ে অসাধু আদম-ব্যবসায়ীরা হাজার হাজার আফ্রিকান কিশোরকে বিপুল অর্থের বিনিময়ে ইউরোপে নিয়ে পথে বসাচ্ছে৷ খবর ডয়েচে ভেলের।

শুধু ইউরোপ নয়, সম্প্রতি ক্যামেরুন থেকে একদল খেলোয়াড়কে নেপালে নিয়ে ছেড়ে দেওয়া হয়৷

সিএফএস নামে এক সংগঠনের প্রধান ক্যামেরুনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার জঁ ক্লোদ মভুম্যাঁ এ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছেন৷ তার মতে, প্রতি বছর এভাবে প্রায় ১৫ হাজার তরুণ আফ্রিকান ফুটবল খেলোয়াড়দের বিদেশে নিয়ে যাওয়া হয়৷ যারা এই কাজ করে, তারা প্রায়ই ইউরোপীয় নামিদামি দলগুলোর এজেন্ট হিসেবে কার্ড ছাপিয়ে নিজেদের সেই দলের কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় তারা। বিদেশ নেওয়ার বিনিময়ে তারা খেলোয়াড় প্রতি ৩ থেকে ১০ হাজার ইউরো আদায় করে৷

আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফাও এ সম্পর্কে বেশ সচেতন৷ ১৮ বছরের কম বয়সি ফুটবলারদের আন্তর্জাতিক ট্রান্সফারের ক্ষেত্রে ক্লাবগুলোর জন্য অনেক কড়া নিয়ম চালু করেছে ফিফা। ইলেক্ট্রনিক ‘ট্রান্সফার ম্যাচিং সিস্টেম' নামে একটি ব্যবস্থা চালু করার পর অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের বিদেশে খেলার ঘটনা অনেক কমে গেছে বলেও ফিফা দাবি করেছে৷

যারা ফিফার এই নিয়মের আওতায় রয়েছে সেই সকল স্বীকৃত ক্লাব ও অ্যাকেডেমিকে নিয়ে সমস্যা নেই৷ কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বে-আইনি পথে খেলোয়াড় পাচার করতে চাইলে সে ক্ষেত্রে ফিফার তেমন কিছু করার থাকে না। তাছাড়া যে সব অ্যাকাডেমি আফ্রিকা মহাদেশের ফুটবল জগতে সক্রিয়, তাদের প্রায় ৮০ শতাংশেরই কোনো স্বীকৃতি নেই৷

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর