thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বার বার চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি

২০২১ ডিসেম্বর ২৩ ১৭:৪৫:৫৭
বার বার চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। আটক হয়েছেন হোটেল ম্যানেজার। তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে তিন যুবক মিলে ধর্ষণ করে। গৃহবধূকে ছুরির ভয় দেখিয়ে টেনে অটোরিকশায় তোলার সময় চিৎকার করেন। বার বার চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। এরপর মুখ বেঁধে ফেলে সেই তিন যুবক।

ভুক্তভোগী নারী বলেন, ‘হাতে-পায়ে ধরে আমার স্বামী মাফ চাইছে। কারণ আমার স্বামী অতটা চালাক চতুর না সরল-সোজা মানুষ। আমার স্বামী কইছে ভাই আমরা অন্য জাইগা থিকা আইছি আমারে মাফ কইরা দেন। এর পাঁচ মিনিট পর একটি সিএনজি নিয়া আইসা তারা আমারে টাইনা উঠায়ে ফেলাইছে। তখন বাস থিকা অনেকগুলা লোক নামছে। দুবার চিৎকার করছি। করার সময় একজন মুখ ধরছে আরেকজন হাত ধরছে, এরপর মুখ বাইন্ধা ফেলছে। পরে ভাঙ্গাচোরা রাস্তা দিয়া চিপাচাপার মধ্য নিয়া গিয়ে তিনজন আমারে রেপ করছে।’

এরপর তাকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে বাইরে থেকে কক্ষ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

বুধবার রাত দেড়টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন থেকে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর