thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শাহজালালে এক কোটি ৮৪ লাখ টাকার সোনাসহ ইতালি প্রবাসী গ্রেপ্তার

২০২১ ডিসেম্বর ২৪ ১৫:২১:৫২
শাহজালালে এক কোটি ৮৪ লাখ টাকার সোনাসহ ইতালি প্রবাসী গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনার পাত ও পিণ্ডসহ ইতালি ফেরত এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আমরানুল হক। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।

আজ (শুক্রবার, ২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর।

তিনি জানান, আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। বৃহস্পতিবার দিবাগত রাতে ২টা ৩০ মিনিটে তিনি শাহজালালে ইতালি থেকে আসেন। তার লাগেজ স্ক্যানিং করা হলে ব্যাগের ভেতর সোনা পাওয়া যায়।

আমরানুল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর