thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

২০২১ ডিসেম্বর ২৫ ১২:১৩:৫৫
বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

দ্য রিপোর্ট ডেস্ক: দিন দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট। মাঠের ক্রিকেটে একটু একটু করে উন্নতি করে চলেছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। এইতো কিছু আগে দুরন্ত পারফরম্যান্সে জিম্বাবুয়ে থেকে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে এনেছে দেশের মেয়েরা। সেই চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেতে যাচ্ছেন নারী ক্রিকেটাররা। তাদের পারিশ্রমিক আরো ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি’র দ্বিতীয় আনুষ্ঠানিক বোর্ড সভা শেষে মেয়ে ক্রিকেটারদের এমন সুখবর দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘গত বছর ওদের (মেয়েদের) সেলারি ছেলেদের তুলনায় অনেকটা ভালো করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে, এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে। তো আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর