thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক সিডন্স; পরিচালনা পর্ষদে রদবদল

২০২১ ডিসেম্বর ২৫ ১৭:৪০:৩৫
টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক সিডন্স; পরিচালনা পর্ষদে রদবদল

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের ক্রিকেটে রাজসিক উত্থানে বড় অবদান আছে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সের। তাকে এবার বাংলাদেশে আনা হচ্ছে ব্যাটিং পরামর্শক হিসেবে।

তবে সিডন্সের কাজের ক্ষেত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের যেকোনো পর্যায়ের যেকোনো দলে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং কনসাল্টেন্ট হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় কাজ করবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত সে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করবে।’

২০০৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর দেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন যখন বড় হয়েছিল আরও একটু, এমন সময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ হোয়াইটমোর। হোয়াইটমোরের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নামে বিসিবি। শেষপর্যন্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি দ্বারস্থ হয়েছিল আরেক অস্ট্রেলিয়ানেরই। তিনি ছিলেন জেমি সিডন্স, যার ছোঁয়ায় দলে এসেছিল ব্যাপক ইতিবাচক পরিবর্তন।

৫৭ বছর বয়সী সিডন্স ২০০৭ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের স্ট্যান্ডিং কমিটি প্রধানদের নাম ঘোষণা করেছে বোর্ড। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন পর্ষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।

বিসিবি সভাপতি জানান, সব বোর্ড পরিচালককে একসাথে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছিল। তবে নানা কারণে সবাই একসাথে হতে না পারায় শুক্রবারের বোর্ড মিটিংয়ে বিভাগীয় প্রধানদের নাম চূড়ান্ত করা হয়েছে।

আকরাম খান আগ্রহ না দেখানোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে জালাল ইউনিসকে। এই বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন খালেদ মাহমুদ সজন। আকরামকে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট বিভাগের পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন তানভীর আহমেদ টিটো। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক চেয়ারম্যান জালাল ইউনিস। গেম ডেভেলপমেন্ট বিভাগে যথারীতি সুজনই থাকছেন চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিনহা।

ওয়ার্কিং কমিটিতে এবারও চেয়ারম্যান হিসেবে থাকছেন এনায়েত হোসেন সিরাজ। হাই পারফরম্যান্স ইউনিটে নাঈমুর রহমান দুর্জয় চেয়ারম্যান পদে বহাল থাকছেন। ভাইস চেয়ারম্যান পদে এই বিভাগে কাজ করবেন আকরাম খান। টুর্নামেন্ট কমিটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি চেয়ারম্যান এবং সুজন ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম চেয়ারম্যান হিসেবে থাকছেন। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটো। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে শেখ সোহেলকে রাখা হয়েছে, যিনি একইসাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর