thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

২০২১ ডিসেম্বর ২৬ ১৩:৪৮:৩৮
একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-ক্যাটরিনা-সালমান

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের দশকের পর দশকের গাঢ় বন্ধুত্বের একটি শাহরুখ খান ও সালমান খানের সম্পর্ক। 'করণ অর্জুন' সিনেমার সেই দুই ভাইয়ের মতোই তারা একে অপরকে আগলে রাখেন, পাশে থাকেন সবসময়। বি-টাউনে তাদের সম্পর্ক নিয়ে অনেক ইতিবাচক ও আবেগী গল্পের কমতি নেই।

বিভিন্ন সময়েই শাহরুখের সিনেমায় অতিথি হয়ে কাজ করেছেন সালমান। তবে, এবার ভাইজানের সিনেমায় হাজির চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

এরইমধ্যে শাহরুখ শুরু করেছেন ‘টাইগার ৩’- এর শুটিং। যেখানে একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় আসবেন এসআরকে। আর এই চরিত্রের জন্য আন্ধেরির যশ রাজ স্টুডিওতে ১২ দিন শুটিং করবেন শাহরুখ।

‘টাইগার ৩’- এর শুটিং শেষ হওয়ার পর ‘পাঠান’ সিনেমার বাকি কাজের জন্য দেশের বাইরে উড়ে যাবেন কিং খান। ‘পাঠান’ সিনেমাটিতে বাজিগর খ্যাত এই অভিনেতার বিপরীতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর