thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তামিম-রিয়াদের সঙ্গে ঢাকায় মাশরাফি

২০২১ ডিসেম্বর ২৭ ১৫:৫০:৪৯
তামিম-রিয়াদের সঙ্গে ঢাকায় মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবারো ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কেউ তাকে দলে ভেড়ায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে ঢাকার হয়ে খেলবেন তিনি।

তামিম-মাশরাফির সঙ্গে ঢাকার হয়ে এবারের বিপিএলে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ড্রাফটের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এছাড়া বাংলাদেশিদের মধ্যে পেসার ও শুভাগত হোম চৌধুরীকেও দলে ভিড়িয়েছে ঢাকা। বিদেশি কোটায় এখন পর্যন্ত ঢাকা নিয়েছে শ্রীলঙ্কান বাঁহাতি পেসার ইসুরু উদানা, আফগান লেগ স্পিনার কাইস আহমেদ ও আফগান বাঁহাতি ব্যাটার নাজিবউল্লাহ জাদরান।

এদিকে ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর