thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪

২০২১ ডিসেম্বর ২৮ ১২:১৩:১১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুরজুড়েই এখন তীব্র শীত। ঠাণ্ডা থেকে রক্ষায় আগুন জ্বালানোসহ নানা উপায় খুঁজছেন নিম্নআয়ের মানুষ।

আজ মঙ্গলবার ২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ঠাণ্ডা আরও বেড়েছে। গতকাল তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১৩ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে। এ ছাড়া, সৈয়দপুর ১১.৪, রাজারহাট ৯.৬, রংপুর ১৩.০. ডিমলা ১১.০ রাজশাহী ১২.২, বদলগাছি ১০.৮,যশোর ১৩.২, শ্রীমঙ্গল ১০.৪, চুয়াডাঙ্গায় ১৩.০, শ্রীমঙ্গলে ১০.৪, ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর