thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নৌ আদালতে আত্মসমর্পণ করলেন সেই লঞ্চের দুই স্টাফ

২০২১ ডিসেম্বর ২৮ ১৪:৩২:০৩
নৌ আদালতে আত্মসমর্পণ করলেন সেই লঞ্চের দুই স্টাফ

দ্য রিপোর্ট প্রতিবেদক: এমভি অভিযান-১০ এর বিরুদ্ধ নৌ-আদালতে দায়ের করা মামলায় সেই লঞ্চের দুই স্টাফ আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নৌ-আদালতে ওয়ারেন্টভুক্ত ওই আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।


তারা হলেন- মামলায় ৫ নং আসামি মো. রিয়াজ সিকদার (ইনচার্জ মাস্টার) ও ৭নং আসামি মো. খলিলুর রহমান (২য় মাস্টার)।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ আদালতের পাবলিক প্রসিকিউটিং অফিসার মো. বেল্লাল হোসাইন।

এদিকে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আজ আদালতে শুনানির কথা রয়েছে। আর, নতুন করে লঞ্চ মালিকসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতদের এক স্বজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে পুরোপুরি পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর