thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

২০২১ ডিসেম্বর ৩০ ১১:৩২:১৪
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকাই ছবির দর্শক নন্দিনী অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভালো নেই। তাই অস্ট্রেলিয়ার সিডনির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

চিকিৎসকরা তাকে তত্ত্বাবধানে রেখেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর বোন ঝুমুর।

তিনি জানান, গত সপ্তাহ থেকে জ্বর ছিল শাবনূরের। এরপর তার করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেটেড ছিলেন কয়েকদিন। কিন্তু হঠাৎ করেই আজ বুধবার অবস্থা জটিল হলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে নেয়া হয়।
বোনের জন্য দোয়া চেয়েছেন ঝুমুর।

এদিকে গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা থাকলেও তিনি আসতে পারেননি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর