thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

২০২১ ডিসেম্বর ৩০ ১১:৩৬:৩২
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের আরো ১৩৮টি ইউনিয়ন পরিষদে সপ্তম ধাপের ভোটগ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ডিসেম্বর, বুধবার রাতে নির্বাচনের এ তফসিল ঘোষণা করে ইসি।

তফসিল অনুসারে এসব ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারির মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৭ ফেব্রুয়ারি।

সপ্তম ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এরইমধ্যে দেশে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর