thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিমান অবতরণ করালেন যাত্রী

২০১৩ অক্টোবর ০৯ ১৭:২৮:১৬
বিমান অবতরণ করালেন যাত্রী
দিরিপোর্ট২৪ ডেস্ক : পাইলট অসুস্থ্ হওয়ায় বিমানের জরুরি অবতরণ করালেন বিমানের একমাত্র যাত্রী। এমনটিই ঘটেছে যুক্তরাজ্যের হাম্বারসাইট বিমানবন্দরে।

জানা গেছে, সোমবার বিকালে পাইলট অসুস্থ্ হয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, এতোটাই অসুস্থ্ হয়ে পড়েছেন যে বিমান চালিয়ে নিতে অক্ষম।

বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইং স্কুলের দুইজন ফ্লাইট ইন্সটাক্টর ভূমি থেকে ঐ যাত্রীর সঙ্গে কথা বলে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলেন। চালানোর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি সফলভাবে নর্থ লিংকনশায়ার বিমানবন্দরে সাড়ে সাতটার পর বিমানটি অবতরণ করান। চতুর্থ চক্করের সময় রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হন।

ছোট ওই বিমানে যাত্রী এবং পাইলট ছাড়া আর কেউ ছিল না। বিমানটি ২৫ মাইল দূরের স্যান্ডটফট বিমানবন্দর থেকে যাত্রা করেছিল।

দুই ইন্সটাক্টরেরে একজন রয় মুরে জানান, বিমানের অনেক কিছুই যাত্রীর জানা ছিল না। এমনকি প্রয়োজনীয় আলোও ছিল না। অবতরণের সময় তিনি খুবই শান্ত ছিলেন এবং চমৎকারভাবে নির্দেশ অনুসরণ করেন।

এদিকে পাইলট রাতে মারা গেছেন। পুলিশ পাইলটের পরিবারকে ঘটনাটি জানালেও এখনো নাম-পরিচয় প্রকাশ করেনি।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর