thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিজয়নগরে অটোরিকশায় আগুন

২০১৩ নভেম্বর ১১ ২১:১৯:১০
বিজয়নগরে অটোরিকশায় আগুন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর বিজয়নগর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর পর পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগর হোটেল একাত্তরের কাছে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। এরপর এনসিসি ব্যাংকের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় হরতালের সমর্থকরা। এ সময় পুলিশ এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

অটোরিকশার চালক মিজানুর রহমান জানান, তিনি পল্টন থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। বিজয়নগরে একটি মিছিল দেখতে পেয়ে তিনি অটোরিকশা ঘুরিয়ে ফের পল্টনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এরইমধ্যে তিনি দেখতে পান তার অটোরিকশায় আগুন জ্বলছে।

স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেললেও তার অটোরিকশার উপরের কভার পুড়ে গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তবে পুলিশে গুলি ছোঁড়ার পর ওই এলাকায় একটি গলির মধ্যে শক্তিশালী একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

(দিরিপোর্ট২৪/ডি/এনডিএস/নভেম্বর ১১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর