thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাসায় মিললো গীতিকার রাসেল ও’নীলের মরদেহ

২০২১ ডিসেম্বর ৩১ ১২:৪৮:০২
বাসায় মিললো গীতিকার রাসেল ও’নীলের মরদেহ

দ্য রিপোর্ট ডেস্ক: রাজধানীর নাখালপাড়ার নিজ বাসা থেকে দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার সকাল সাড়ে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে গীতিকার রাসেল ও’নীলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।

রাসেল ও'নীলের অনেক গানের সুরকার ও ঘনিষ্টজন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার জানান, রাতেই তিনি দুঃসংবাদটি পেয়েছেন। এ ঘটনায় তিনি খুব মর্মাহত।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর