thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

২০২২ জানুয়ারি ০২ ১১:৪২:৪৫
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ। আজ (রবিবার) বিকালে ৫টা পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।

যদিও নির্ধারিত নিয়মে রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতাদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় আজ রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সরকারি ছুটি দিন হওয়ায় এমন সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করেছিল প্রতিষ্ঠানটি।

দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত সাড়ে ২১ লাখ করদাতার রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর