thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপানি শিশুরা

২০২২ জানুয়ারি ০৩ ১০:৩৫:৩০
২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপানি শিশুরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। ৩ জানুয়ারি, সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন।

একই সঙ্গে বাংলাদেশি বাবা ইমরান শরীফ চাইলে প্রতিদিনি সকাল ৯ থেকে রাত ৯টার মধ্যে যেকোন সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে আগামী ২৪ জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ।

এর আগে ১৫ ডিসেম্বর আপিল বিভাগ আদেশে বলেন, জাপানি দুই শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর