thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বোরকা পরা অভিনেত্রীকে যেভাবে ধরলেন ভক্ত!

২০২২ জানুয়ারি ০৩ ১০:৪০:৩১
বোরকা পরা অভিনেত্রীকে যেভাবে ধরলেন ভক্ত!

দ্য রিপোর্ট ডেস্ক: অভিনয়ের জাদুতে অগণিত দর্শকের মন জয় করেছেন সাই পল্লবী। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর পরিচিতি ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। তার সিনেমার জন্য রীতিমতো অপেক্ষা করেন ভক্তরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাই পল্লবীর নতুন সিনেমা ‘শ্যাম সিংহ রায়’। মুক্তির পর দারুন প্রশংসা পাচ্ছে চারদিক থেকে। তবে দর্শকের আসল অনুভূতি জানার জন্য অভিনেত্রী ছুটে গেলেন সিনেমা হলে।

কিন্তু স্বরূপে গেলে দর্শকের মনের কথা তো বোঝা সম্ভব নয়। তাই বোরকা পরেই হায়দরাবাদের শ্রী রামলুলু সিনেমা হলে গেছেন সাই পল্লবী। সাধারণ এক নারীর বেশে হলের ভেতরে ঢুকে দর্শকের আসনে বসেই নিজের ‘শ্যাম সিংহ রায়’ দেখেন তিনি। এরপর সিনেমা শেষে বেরিয়ে আসেন। তবে এর আগেই এক ভক্ত তাকে চিনে ফেললেন। তিনিই যে অভিনেত্রী তা বুঝে ফেলায় ইশারায় চুপ থাকতে বলেন তিনি। ভক্তও হাসি দিয়ে চুপ করে থাকেন।

গাড়িতে ওঠার আগ মুহূর্তে মুখোশ খোলেন সাই পল্লবী। তখনই বোঝা গেল, তিনি কে। তবে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সিনেমাটির নির্মাতা রাহুল সংকৃতায়ন।

ইতোমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। সাই পল্লবীর এমন ব্যতিক্রম কাজকে বাহবা দিচ্ছেন অনেকে।

উল্লেখ্য, ‘শ্যাম সিংহ রায়’ সিনেমায় সাই পল্লবী অভিনয় করেছেন দক্ষিণী তারকা নানির সঙ্গে। এতে অভিনেত্রীর চরিত্র ছিল রসি নামের এক বাঙালি নারী।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর