thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

২০২২ জানুয়ারি ০৩ ১৬:১০:০০
কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারবিভাগী তদন্ত চেয়ে রিট আবেদন করা হয়েছে। ৩ জানুয়ারি, সোমবার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন।

ভুক্তভোগী ওই পর্যটক নারীর অভিযোগ, কক্সবাজারে গত ২২ ডিসেম্বর রাতে প্রধান আসামি আশিকের নেতৃত্বে প্রথমে তিনজন চায়ের দোকানে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তার স্বামী ও আট মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলীর জিয়া গেস্ট ইনে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।

এরপর ওই নারী জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল করেন। পুলিশ তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। পরে র‍্যাব এসে তাকে উদ্ধার করে। পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয়।

পরবর্তিতে গত ২৩ ডিসেম্বর এক ব্যক্তি কক্সবাজার সদর মডেল থানায় তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় আশিকসহ সাতজনকে আসামি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর