thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ফের দাম কমল এলপিজি গ্যাসের

২০২২ জানুয়ারি ০৩ ১৬:১২:২৯
ফের দাম কমল এলপিজি গ্যাসের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবারও দাম কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমেছে। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল ১ হাজার ১৭৮ টাকায়।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য কমে হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা। আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

আজ সোমবার বেলা ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর