thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএসইসির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএমবিএ-এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ

২০২২ জানুয়ারি ০৩ ১৬:৩০:০৪
বিএসইসির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএমবিএ-এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এর নব- নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান ও কমিশনার মহোদয়ের সাথে রবিবার দুপুরে সৌজন্য সাক্ষাত করেন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতকালে বিএমবিএর নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: সভাপতি : জনাব মোঃ ছায়েদুর রহমান। প্রথম সহ-সভাপতি : জনাব অসিত কুমার চক্রর্বতী।দ্বিতীয় সহ-সভাপতি : জনাব মোঃ মনিরুজ্জামান, সিএফএ।মহা-সচিব : জনাব মোঃ রিয়াদ মতিন। কোষাধ্যক্ষ : জনাব মোঃ আব্দুর রহিম, এফসিএ।

কার্যনির্বাহী অন্যান্য সদস্যবৃন্দ:-
জনাব মুহাম্মদ নজরুল ইসলাম,এফসিএমএ, জনাব মুহাম্মদ ওবায়দুর রহমান, এফসিএস, এফসিজিএ, জনাব মাহবুব এইচ মজুমদার, এফসিএমএ, জনাব মোঃ হামদুল ইসলাম, জনাব নূর আহামেদ, এফসিএ, জনাব মীর মাহফুজুর রহমান।

উক্ত সাক্ষাত অনুষ্ঠানে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি জনাব মোঃ ছায়েদুর রহমান পুঁজিবাজার উন্নয়নে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্মলক্যাপ উন্নয়ন, পুঁজিবাজারে ভালো মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তিকরণ, কর্পোরেট করহার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় চেয়ারম্যান ও কমিশনার মহোদয়গণ পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। এছাড়াও বাজারে নতুন নতুন বিনিয়োগকারী বৃদ্ধি করার জন্য মার্চেন্ট ব্যাংক সহ অন্যান্য স্টেকহোল্ডারদের আরো অধিক কার্যকর ভূমিকা পালনের আহবান জানান। অনুষ্ঠান শেষে বিএমবিএর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর