thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কক্সবাজারে ধর্ষণ : আগের রায়ের বাস্তবায়ন কতদূর জানতে চান হাইকোর্ট

২০২২ জানুয়ারি ০৪ ১৪:২৮:১০
কক্সবাজারে ধর্ষণ : আগের রায়ের বাস্তবায়ন কতদূর জানতে চান হাইকোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে একেক সংস্থার একেক রকম প্রতিবেদন কাম্য নয়। হাইকোর্টের পূর্বের রায়ের বাস্তবায়ন কতদূর তাও জানতে চেয়েছেন আদালত। এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ব্রিফিংও কাম্য নয় বলেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ কক্সবাজারের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারবিভাগীয় রিটের মন্তব্যে হাইকোর্ট মঙ্গলবার (৪ জানুয়ারি) এসব মন্তব্য করেন।

কে কথা বলবে, কতটুকু বলবে এটা নিয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট আরও বলেন, তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক। এসবে জনগণের মাঝে ভুল বার্তা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর