thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পল্লবী থেকে কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

২০২২ জানুয়ারি ০৪ ১৪:৩০:৫২
পল্লবী থেকে কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পল্লবী এলাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ প্রতারক চক্রের অন্যতম হোতা মো. ছগির হোসেন (৪৭) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল নোট তৈরির মেশিন, কালি এবং এক কোটি টাকার বেশি মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলে জানান আল মঈন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর