thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এমটিওদের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ শুরু

২০২২ জানুয়ারি ০৪ ১৪:৩৯:৩৭
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এমটিওদের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের প্রথম ব্যাচের ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী গতকাল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো: আব্দুল আউয়াল সরকার। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর