thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাদক মামলায় পরীমনির বিচার শুরু

২০২২ জানুয়ারি ০৫ ১২:০২:৪৩
মাদক মামলায় পরীমনির বিচার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় অভিনেত্রী পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে আজ বুধবার সকাল ১০টা ৩৭ মিনিটে মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে অভিযোগ গঠনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করে দেন বিচারক।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন নিলাঞ্জনা রিফাত সুরভী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর