thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সেই ব্রেসলেট পরার ‘রহস্য’ জানালেন সালমান খান

২০২২ জানুয়ারি ০৫ ১৬:০৩:৪৫
সেই ব্রেসলেট পরার ‘রহস্য’ জানালেন সালমান খান

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান কোন পার্টিতে কী পোশাকে এলেন, হেয়ারস্টাইল বদলালেন কিনা, কী প্রসাদনী ব্যবহার করেছেন তা নিয়ে পত্রিকার পাতায় বেশ জম্পেস খবর ছাপা হয়। তার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাতে এসব খবর।

বজরঙ্গি ‘ভাইজান’ তার ডান হাতে যে ব্রেসলেটটি পরেন, তা নিয়ে দীর্ঘ দিন বিশেষ কিছু জানা যায়নি। এ ‘রহস্য’ সালমান খানের বহু ভক্তের কাছে অজানা থাকলেও ‘গুরু’র দেখাদেখি তারাও ব্রেসলেট পরতে শুরু করে দিয়েছেন। সেটি তাদের ব্যক্তিত্বের সঙ্গে যতই বেমানান হোক না কেন!

সালমান কেন ব্রেসলেট পছন্দ করেন এ নিয়ে দর্শকদের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছোটবেলার কথা শুনিয়েছেন ভাইজান।

একটি আন্তর্জাতিক ইভেন্টের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে সালমান বলেছেন, বাবার কাছে থেকে ব্রেসলেটটি উপহার হিসেবে পেয়েছিলাম আমি। ছোটবেলা থেকেই দেখেছি— সবসময় এ রকমই একটা ব্রেসলেট পরে থাকতেন বাবা। সেই সময় ভাবতাম, ব্রেসলেট পরে বাবাকে কী ‘কুল’ই না লাগছে! বাচ্চারা যেমন সব কিছু নিয়ে খেলাধুলা করে, আমিও বাবার ব্রেসলেটটা নিয়ে খেলতাম।

বাবার ব্রেসলেটটি পছন্দ হলেও ছোটবেলায় সেটি সালমানের হাতে আসেনি। তার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে।

সালমান বলেন, বলিউডে কাজ শুরু করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে। সূত্র আনন্দবাজার পত্রিকার

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর