thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

প্রীতিম্যাচে শেখ জামালে নাকাল আবাহনী

২০১৩ নভেম্বর ১১ ২১:২৯:০৩

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল কবে মাঠে গড়াবে তা এখনো অনিশ্চিত। বাফুফে এর দায় প্রকারান্তে চাপাচ্ছে রাজনৈতিক অস্থিরতার ওপর। ফুটবল মৌসুম শুরু হতে বিলম্ব হলেও বসে নেই ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ১০টি দলই ইতোমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। দল বদল শেষ হবে ১৬ নভেম্বর। এরই মধ্যে দল বদল সম্পন্ন করেছে মাত্র তিনটি দল। দল বদল সেরেই সোমবার বিকেলে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। নিজেদের মাঠে প্রীতি ম্যাচে আবাহনী লিমিটেডকে ৫-১ গোলে নাকাল করেছে।

গত মৌসুমে তিন তিনটি শিরোপা ঘরে তোলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং পেশাদার লিগে রানার্সআপ হওয়া দলটি এবার আসন্ন মৌসুমের ৪টি শিরোপা ঘরে তুলতে মরিয়া। আর সেই বাসনায় এবার ৯ কোটি টাকা ব্যয়ে এক শক্তিশালী দল গড়েছে গতবারের হ্যাটট্রিক রার্নাসআপরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব যে শক্তিশালী দল সেই প্রমাণ তারা দিয়েছে বাংলাদেশ জাতীয় দলকে হারিয়ে। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় দলকে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল জোসেফ আফুসির শিষ্যরা। আগস্টে দল গুছিয়ে ৩ দিনের প্রস্তুতিতে জাতীয় দলকে হারিয়ে তারা চমক দেখিয়েছে।

আক্রমণভাগ, রক্ষণভাগ মধ্যমাঠ সব বিভাগেই এবার সেরা খেলোয়াড় দলে টেনেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। আবাহনী পূর্ণ শক্তি নিয়ে খেললেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি। আবাহনীর অস্ট্রেলিয়ান কোচ নাথান হলের অনুরোধে ৯০ মিনিটের ম্যাচটি তিনটি ধাপে (৩০ মিনিট করে ৯০ মিনিট) অনুষ্ঠিত হয়েছে। প্রথম ৩০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৪০ মিনিট প্রথম একাদশ নিয়ে খেললেও পরে দলের দ্বিতীয় এবং তৃতীয় সারির খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিয়েছেন কোচ জোসেফ আফুসি। ম্যাচ হারলেও দলের খেলোয়াড়দের খেলার ধরন পরখ করে নিয়েছেন আবাহনীর বিদেশি কোচ। শেখ জামাল ধানমন্ডির পক্ষে গোল ৫টি করেছেন এমেকা, ওয়েডসন ও শাখাওয়াত রনি। এমেকা একাই করেছেন ৩ গোল। আবাহনীর পক্ষে সান্ত্বনা সূচক গোলটি করেছেন সোহেল। শেখ জামাল ধানমন্ডি মুক্তিযোদ্ধা ও মোহামেডানের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে।

(দিরিপোর্ট২৪/এএস/এইচএসএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর