thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

কন্যা সন্তানের মা হলেন তিশা

২০২২ জানুয়ারি ০৬ ১১:২৫:১৭
কন্যা সন্তানের মা হলেন তিশা

দ্য রিপোর্ট ডেস্ক: কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন। আজ বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সুখবরটি তিশার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। নবজাতক কোলে নিয়ে একটি ছবি পোস্টে লেখা হয়, ‘সে নিরাপদে ঈশ্বরের বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ্‌। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।’

ইতোমধ্যে কন্যার নামও ঠিক করে ফেলেছেন তিশা-ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

সার্বক্ষণিক পরিচর্যার জন্য চিকিৎসক সংযুক্তা সাহাকে ধন্যবাদ জানানো হয় ওই পোস্টে।

ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্ড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর