thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বাংলাদেশের সঙ্গে ভারত আরও শক্তিশালী সম্পর্ক চায়: জয়শঙ্কর

২০২২ জানুয়ারি ০৭ ১০:৪১:৫৪
বাংলাদেশের সঙ্গে ভারত আরও শক্তিশালী সম্পর্ক চায়: জয়শঙ্কর

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারত আরও শক্তিশালী সম্পর্ক চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) এক টুইট বার্তায় এসব জানান তিনি।

তিনি টুইট বার্তায় বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশ আরও শক্তিশালী সম্পর্ক চায়। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেনকে আসন্ন জেসিসি বৈঠকে যোগদানের জন্য দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আজ টেলিফোনে কথা বলেন। ড. জয়শঙ্কর ড. মোমেনের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন ২০২১ সাল ছিল দুই দেশের গভীর সংহতি ও বন্ধুত্বের একটি প্রদর্শনী। আমরা সম্মত হয়েছি ২০২২ সালে আমাদের সেই ভিত্তিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

ড. জয়শঙ্কর নিউজিল্যান্ডে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের জয়ের জন্য ড. মোমেনকে অভিনন্দন জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর