thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সুপ্রিম কোর্টে এই প্রথম নারী বিচারক দিলো পাকিস্তান

২০২২ জানুয়ারি ০৭ ১৪:৪৬:০১
সুপ্রিম কোর্টে এই প্রথম নারী বিচারক দিলো পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দিতে যাচ্ছে একজন নারী। ৫৫ বছর বয়সী ওই বিচারপতির নাম আয়েশা মালিক। ৬ জানুয়ারি, বৃহস্পতিবার বিচারকদের পদোন্নতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ কমিশন ভোট দিয়ে তাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত করেছেন। ৭ জানুয়ারি, শুক্রবার এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদন অনুসারে, শীর্ষ আদালতে তার পদোন্নতি নিয়োগ নিশ্চিতকরণ গতবছর প্রত্যাখ্যান করেছিল নয় সদস্য বিশিষ্ট দল। এবারো আয়েশাকে সুপ্রিম কোর্টের বিচারক বানানোর বিরোধিতা করেছেন অনেক আইনজীবী ও বিচারকরা।

এই পদোন্নতিতের বিরোধীদের মত, আয়েশা মালিক নিম্ন আদালতের শীর্ষ তিন প্রবীণ বিচারকের মধ্যে ছিলেন না। সিনিয়রদের তালিকা লঙ্ঘন করে তাকে এই নিয়োগ দেওয়া হচ্ছে।

এই নিয়োগ নিয়ে আদালতের কার্যক্রম বর্জন এবং ধর্মঘট করার হুমকি দিয়েছেন বেশ কয়েকটি আইনজীবী সংস্থার সদস্যরা। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারকদের মনোনয়নের জন্য নির্দিষ্ট যে মানদণ্ড রয়েছে তা উপেক্ষা করে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর