thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গুলিস্তানে বাস উল্টে দুই পথচারী নিহত

২০২২ জানুয়ারি ০৮ ১২:৩৬:১০
গুলিস্তানে বাস উল্টে দুই পথচারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। ৮ জানুয়ারি, শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুই জনই পুরুষ। এরমধ্যে একজনের বয়স আনুমানিক ২২ বছর, অন্যজনের ৩০ বছর।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম জানান, গুলিস্তানে একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে রেকার দিয়ে থানায় নেওয়া হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার সংবাদ পেয়ে আজ সকাল পৌনে ১০ টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে উদ্ধার কর্মীরা গিয়ে ২ জনের মরদেহ ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ২টি পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর