thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

এক সাথে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

২০২২ জানুয়ারি ০৮ ১৯:০৩:০৬
এক সাথে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গেলো সেপ্টেম্বরে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি।

আগামী কয়দিনের মধ্যেই এই তফসিল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে চলছে প্যানেল গঠন।

এবারের নির্বাচনে সভাপতি পদে দাঁড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একই প্যানেল থাকে সেক্রেটারি পদে প্রার্থী হচ্ছেন ‘সাজঘর’ খ্যাত অভিনেত্রী নিপুন। বিষয়টি কে নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন নিজেই।

নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপূণের প্যানেলের বিষয়ে ধারণা পাওয়া গেলেও দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচনে কে কে অংশ নেবেন তা এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর, এই প্যানেল থেকে চিত্রনায়িকা মৌসুমী সভাপতি পদে এবং জায়েদ খান সেক্রেটারি পদে লড়বেন।

প্রসঙ্গত, ১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সেক্রেটারি ছিলেন ইলিয়াস কাঞ্চন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর