thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কাউকে হয়রানি করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ জানুয়ারি ১১ ১৫:৪২:৩০
কাউকে হয়রানি করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির নেতাকর্মীদের পুলিশ আটক করছে। কাউকে হয়রানি করা হচ্ছে না। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ধরলা নদীর দক্ষিণ পাশে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে অহেতুক মামলা হচ্ছে না। মাঠ ঘোলা করতে মিথ্যাচার করা হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, বাড়িঘরে তল্লাশির নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

কুড়িগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা আল মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাসহ অনেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর