thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরিজ ড্রকে বড় অর্জন মনে করছেন মুমিনুল

২০২২ জানুয়ারি ১১ ১৭:৪৯:৫০
সিরিজ ড্রকে বড় অর্জন মনে করছেন মুমিনুল

দ্য রিপোর্ট ডেস্ক: হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের জন্য সিরিজ ড্র করাটাকে বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দেশের বাইরে ভবিষ্যতে এই ড্র আত্মবিশ্বাস এনে দেবে বলে বিশ্বাস তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে এসে পাশার দান পালটে ইনিংস ও ১১৬ রানে হারতে হয়েছে সফরকারীদের।

এ জয়ে ১-১ সমতায় সিরিজ ড্র করে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। টেস্ট হারলেও সিরিজে ড্র টাইগার ক্যাম্পকে দিচ্ছে স্বস্তি।

হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের জন্য সিরিজ ড্র করাটাকে বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দেশের বাইরে ভবিষ্যতে এই ড্র আত্মবিশ্বাস এনে দেবে বলে বিশ্বাস তার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অবশ্যই এটা (১-১ ব্যবধানে সিরিজ ড্র) আমাদের জন্য অনেক বড় অর্জন। গত দুই বছর আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্য অনেক বড় কিছু। কারণ আগে যেমনটা বলেছি অন্তত একটা ম্যাচ আমরা এখানে জিততে চাই।’

সিরিজ ড্রয়ে বাংলাদেশ বিদেশের মাটিতে সিরিজ জয়ের দিকে একধাপ এগিয়ে গেছে বলেও মনে করেন মুমিনুল।

তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথম টেস্ট জেতাটা দরকার ছিল। দলের সবাই বিশ্বাস করতে পারছে যে আমরা দেশের বাইরে জিততে পারি। এখন একটা জিতলাম। পরে আরেকটা জিতব। একটা সময় টেস্ট সিরিজ জিতব।

‘এই বিশ্বাসটা খুবই জরুরি ছিল। টেস্ট জয়ে সেই বিশ্বাসটা আমি মনে করি সবার ভেতর এসেছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১১ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর