thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

হামলায় পণ্ড টিএসসির কাওয়ালি গানের অনুষ্ঠান

২০২২ জানুয়ারি ১২ ২০:০৮:০১
হামলায় পণ্ড টিএসসির কাওয়ালি গানের অনুষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে কাওয়ালি সংগীতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘সিলসিলা’র আয়োজনে সংগীতানুষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুরো অুনষ্ঠান পণ্ড হয়ে গেছে এবং একজন সাংবাদিকসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা অতর্কিতে এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সাদ্দাম হোসাইনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা ঘটিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, এ ব্যাপারে টিম পাঠিয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করছি। তবে করোনা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে আয়োজক কর্তৃপক্ষতে প্রোগ্রামটা স্থগিত রাখতে অনুরোধ করেছি।

উল্লেখ্য, অনুষ্ঠানে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ কাওয়ালি সংগীত পরিবেশন করার কথা ছিল। এ ছাড়া গান গাইবেন মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সালও গান গাওয়ার কথা বলা হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর