thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সুরমায় ধরা পড়ল ৩ মণ ওজনের বাঘাইড়

২০২২ জানুয়ারি ১৩ ১২:১১:১০
সুরমায় ধরা পড়ল ৩ মণ ওজনের বাঘাইড়

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে তিন মণ ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। বুধবার এ মাছটি বিক্রির জন্য নগরের লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।

মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এটি বিক্রি করা যায়নি। বিক্রি না হলেও বিশাল এ মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।

রাতের মধ্যে এটি বিক্রি না হলে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা বেলাল মিয়া।

নগরের কাজীরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া বুধবার সকালে বিশাল আকারের মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া বলেন, এ মাছটি মঙ্গলবার রাতে সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়ে। সেই জেলের কাছ থেকে ৮৫ হাজার টাকায় কিনে বিক্রির জন্য তিনি লালবাজারে নিয়ে এসেছেন।

কেটে বিক্রি করলে প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে বলে জানান বেলাল।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি গোলজার আহমদ বলেন, এ রকম বড় আকারের মাছ বাজারে খুব কমই ওঠে। নদীতেও এত বড় মাছ পাওয়া যায় না।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর