thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শঙ্কা মাথায় রেখেই চলছে বইমেলার প্রস্তুতি

২০২২ জানুয়ারি ১৫ ০৭:১৩:১৪
শঙ্কা মাথায় রেখেই চলছে বইমেলার প্রস্তুতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: শঙ্কা মাথায় রেখেই প্রস্তুতি চলছে অমর একুশে বইমেলার। দাপ্তরিক কাজেও ব্যস্ততা জমেছে বাংলা একাডেমিতে। সপ্তাহখানেকের মধ্যেই অনুষ্ঠিত হবে লটারি। আর এর পরেই নির্ধারিত জায়গা বুঝিয়ে দেয়া হবে প্রকাশকদের।

পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই ঐতিহ্যের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষার মাস ফেব্রুয়ারি। ঐতিহ্যের ধারাবাহিকতায় মাসের শুরুতেই অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। সৃজনশীলতা, সাহিত্যচর্চা আর বই পড়ায় উদ্বুদ্ধ করা হয় পাঠকদের।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে শুরু হয়েছে বইমেলার অবকাঠামো নির্মাণ কাজ। দাপ্তরিক কর্মব্যস্ততার বাতাস বইছে একাডেমিতেও।

কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনেই চলছে মেলার প্রস্তুতি। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রথা ভেঙে গেলো বছর বইমেলা শুরু হয়েছিলো ১৮ই মার্চ। এবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বইমেলার বাধা হবে কি না, তা নিয়ে শঙ্কায় প্রকাশকরা। তবে রয়েছে সম্ভাবনার গল্পও।

সবকিছু অনুকূলে থাকলে আগামী পয়লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর