thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

স্পাইডার-ম্যান কমিকের এক পৃষ্ঠার মূল্য ২৯ কোটি টাকা!

২০২২ জানুয়ারি ১৬ ১৫:২৩:২৯
স্পাইডার-ম্যান কমিকের এক পৃষ্ঠার মূল্য ২৯ কোটি টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় স্পাইডার-ম্যান কমিকের ১৯৮৪ সালের একটি সংখ্যার এক পাতা বিক্রি হয়েছে ২৯ কোটি টাকায় (৩৩ লাখ ডলার)। স্পাইডার-ম্যানের কালো পোশাকের এই পাতাটি নিলামে বিক্রি হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই পাতাটি অংকন করেছেন মাইক জ্যাক। মার্বেল কমিক’স-এর সিক্রেট ওয়ার্স ৮ নম্বরের ২৫ পৃষ্ঠায় এই কাজ রয়েছে। টেক্সাসের ডালাসে এটি নিলামে বিক্রি হয়। মূল দামের তুলনায় দশগুণ বেশি দামে এটি বিক্রি হয়েছে। এই নিলাম আয়োজন করে হেরিটেজ অকশন। চারদিনের নিলাম আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার এটি বিক্রি হয়।

তবে নিলাম আয়োজকদের বিবৃতিতে ক্রেতা ও বিক্রেতার কোনো তথ্য দেওয়া হয়নি।

গত বছর স্পাইডার-ম্যান কমিকের ১৯৬২ সালের একটি সংস্করণ ৩৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এর আগে কমিকের একটি পৃষ্ঠার সর্বোচ্চ বিক্রিমূল্য ছিল ৬ লাখ ৫৭ হাজার ২৫০ ডলার।

উল্লেখ্য, স্পাইডার-ম্যান চরিত্রটি সৃষ্টি করেছেন স্ট্যান লি এবং ১৯৬২ সালে ১৫ নং সংখ্যায় অ্যামেজিং ফ্যান্টাসি-তে চরিত্রটির প্রথম আবির্ভাব ঘটে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর