thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইংল্যান্ডকে ‘পুড়িয়ে’ অজিদের অ্যাশেজ উদযাপন

২০২২ জানুয়ারি ১৬ ১৯:৩৪:২২
ইংল্যান্ডকে ‘পুড়িয়ে’ অজিদের অ্যাশেজ উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন- এই তিন বোলারের হাত ধরে ওঠা হঠাৎ ঝড়ে উড়ে গেলো ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। যার ফলে ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে গেলো ইংলিশরা। মাত্র তিনিদিনেই ১৪৬ রানের বিশাল জয়ে অ্যাশেজ সিরিজে ইংলিশদের এক কথায় হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

অ্যাশেজে শুরুটা গুরুত্বপূর্ণ। দাপট দেখিয়ে শুরু করা দল চেপে বসে ঘাড়ে। ওই ভূত ঝাড়ানো কঠিন হয়ে পড়ে। পূর্বে কঠিন ওই অভিজ্ঞতার মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দু’দলই হয়েছে। ইতিহাসের ধারাবাহিকতায় ঘরের মাঠে অ্যাশেজে ইংল্যান্ডকে দুঃস্বপ্ন উপহার দিলো অস্ট্রেলিয়া। সিরিজ জিতে নিলো ৪-০ ব্যবধানে।

ব্রিজবেন টেস্ট দিয়ে ইংল্যান্ডকে চিতায় তোলার যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে তুলে নেয় ৯ উইকেটের বিশাল জয়। আর কক্ষপথে ফিরতে পারেনি ইংল্যান্ড। চতুর্থ টেস্টে কুড়িয়ে পাওয়া এক ড্রতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে জো রুট-এর দল।

শেষ টেস্টে ১৪৬ রানের দাপুটে জয়ে চিতার আগুনে ইংলিশদের পুড়িয়ে ভষ্ম করেছে। ম্যাচ শেষে উদযাপন করেছে ইংলিশদের আগুনে পুড়িয়ে জেতা সিরিজ তথা ছাই নিয়ে। অসাধারণ এক সিরিজ জয়ে নেতৃত্বের শুরু করেছেন প্যাট কামিন্স।

ইংল্যান্ড প্রথম ম্যাচে হারের পর গোলাপি বলের দ্বিতীয় টেস্টে হারে ২৭৫ রানের বিশাল ব্যবধানে। তৃতীয় টেস্টে মাত্র ২৬৭ রান করেও অজিরা ইনিংস ও ১৪ রানের জয় তুলে নেয়। এরপর দিবা-রাত্রীর শেষ ম্যাচে ২৭১ রানের জয়ের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ১২৪ রানে অলআউট করেছে।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিলো ইংল্যান্ড। প্রথম উইকেট হারিয়েছিলো ৬৮ রানে। এরপর ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড-এর তোপে একশোর পরই থেমেছে ইংলিশরা। ওই তিন পেসার তিনটি করে উইকেট ‍তুলে নিয়েছেন। এর আগে প্রথম ইনিংসে অজি ব্যাটার ট্রাভিস হেড ১০১ রানের ইনিংস খেলেন। গ্রিন করেন ৭৪ রান।

৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে কেবল সিডনি টেস্ট ড্র করতে পেরেছিল জো রুটের দল। শেষ মুহূর্তে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন মিলে ড্র এনে দেয়ার ফলে সিরিজ ৫-০ হয়নি, হয়েছে ৪-০।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩০৩/১০ ও ১৫৫/১০
ইংল্যান্ড: ১৮৮/১০ ও ১২৪/১০।
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা: ত্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
সিরিজ সেরা: ত্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর