thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনের হুমকি শাবিপ্রবি শিক্ষার্থীদের

২০২২ জানুয়ারি ১৯ ১০:৫৫:৫৯
উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনের হুমকি শাবিপ্রবি শিক্ষার্থীদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গত কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসলে এবার আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এসময় তারা মামলা প্রত্যাহারের দাবিও জানান।

তারা বলছে, বুধবার (১৯ জানুয়ারি) দুপুরের মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশন শুরু হবে। একই সাথে প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ পদত্যাগ করতে হবে। এছাড়া অজ্ঞাতনামা দুইশতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

এদিকে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এক দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ হাজারের অধিক শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত চিঠি রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করেছেন বলে জানান আন্দোলকারীরা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর