thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের সাথে লেনদেনও বেড়েছে

২০২২ জানুয়ারি ১৯ ১৭:১৫:১১
সূচকের সাথে লেনদেনও বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমলেও সিএসইতে সমান রয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান শেয়ার বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯.৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯.১৪ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৮.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৭.৩০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। ডিএসইতে এদিন ১ হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।

অপর শেয়ার বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৬৮.২৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৯৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৫৫.৮৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ২.৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭.২৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির। দিন শেষে সিএসইতে ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর